নগদ একাউন্ট নাম্বার দেখার নিয়ম ২০২২

  নগদ একাউন্ট নাম্বার দেখার নিয়ম ২০২২ - নগদ ডিজিটাল লেনদেন করার ক্ষেত্রে আস্থার একটি নাম বলা চলে এটি । আপনি যদি নগদ মোবাইল ব্যাংকিং সেবার একজন গ্রাহক হয়ে থাকেন । তাহলে এই পোষ্ট টি আপনার হয়ত একটু হলেও কাজে আসতে পারে । কেননা আপনার নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট দেখার দরকার হতে পারে কিভাবে আপনি নগদ একাউন্টের নাম্বার দেখবেন আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে সেই বিষয়টি নিয়ে কথা বলব তো পোস্ট টি মনোযোগ সহকারে দেখুন।

নগদ একাউন্ট নাম্বার দেখার নিয়ম ২০২২


 নগদ একাউন্ট নাম্বার দেখার নিয়ম ২০২২


নগদ একাউন্ট নাম্বার আপনি দুটি উপায় এর মাধ্যমে দেখতে পারবেন একটি হলো ডায়াল কোড এর মাধ্যমে অন্যটি হলো জগতের যে অ্যাপস রয়েছে সেই এপ্স এর মাধ্যমে।

Nagad Account Check Dial Code

নগদ একাউন্ট দেখার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করুন *১৬৭# । তবে ওই সিম থেকে ডায়াল করতে হবে যে সিম নাম্বার দিয়ে আপনি নগদ একাউন্ট তৈরি করেছেন।

এরপর আপনার সামনে একটি পপ-আপ মেসেজ চলে আসবে । সেখান থেকে আপনি লক্ষ্য করবেন মাই নগদ এই অপশনটি মূলত আপনার 7 নাম্বার অপশনে রয়েছে তা আপনি 7 লিখে সেন্ড করুন।

যখনই সেন্ড করবেন তখন আপনার সামনে আবারো একটি পপ-আপ মেসেজ চলে আসবে । সেখান থেকে আপনি ব্যালান্স ইনকোয়ারি এর জন্য 1 লিখে আবার পুনরায় সেন্ড করুন ।

এরপর আপনার সামনে আবারো একটি পপ-আপ মেসেজ চলে আসবে। সেখানে আপনি আপনার নগদ এর পিন নাম্বার দিয়ে দিবেন । তারপর সেন্ড এ ক্লিক করলেই আপনার সামনে নগদ একাউন্টের ব্যালেন্স থাকবে সেটি আপনি দেখতে পাবেন।


Nagad Account Check BY Apps

নগদ একাউন্ট অ্যাপসের মাধ্যমে চেক করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে নগদ এর অ্যাপস ডাউনলোড করে নিতে হবে । ডাউনলোড করার পর আপনি সেই অ্যাপটি ওপেন করবেন । অ্যাপটি ওপেন করার পর আপনি আপনার নগদ এর মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করুন।

নগদ অ্যাপস এ লগইন হবার পরে আপনি উপরের দিকে দেখতে পাবেন Tap for balance ।  এই অপশনে আপনি ক্লিক করবেন । এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার নগদ একাউন্টে টোটাল কত টাকা রয়েছে আপনি সেটি দেখতে পাবেন । এছাড়া ওই নগদ অ্যাপস এর মাধ্যমে আপনি বিভিন্ন ডিজিটাল পেমেন্ট করতে পারবেন তো সেই সকল সেবাসমূহ আপনি দেখে নিবেন।

নগদ একাউন্ট নাম্বার কীভাবে দেখবেন আমি উপরের বিস্তারিত তুলে ধরেছি । এরপর যদি আপনাদের কোন রকম কোন সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই এই পোষ্টের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url