নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২২ | Nagad Dial Code

 নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২২- নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন বাংলাদেশ সরকারের ডিজিটাল সেবা গুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটি । একটা সময় ছিল যখন ডাক বিভাগ শুধু চিঠি আদান প্রদান করত সেই সময়টা কিন্তু এখন পাল্টে গেছে । 

এখন নগদ নিয়ে এসেছে ডিজিটাল যত ধরনের সেবা রয়েছে সকল সেবা গুলি তারা দেওয়ার চেষ্টা করছে হয়তো ভবিষ্যতে ডাক বিভাগের সেবা অনেক দ্রুত ভাবে এগিয়ে যাবে ।

নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২২ | Nagad Dial Code


আপনি যদি নগতের একজন ইউসার হয়ে থাকেন । তাহলে এই পোষ্ট টি আপনার জন্য কেননা নগদ একাউন্ট দেখার জন্য সেটি আমি আজকে এই পোস্টে শেয়ার করব আশা করি পোস্টটি আপনার কাজে আসবে ।


নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২২


আপনি যদি নগদ মোবাইল ব্যাংকিং সেবায় নতুন হয়ে থাকেন তাহলে আপনার জানা উচিত যে কিভাবে নগদ একাউন্ট এ কত টাকা রয়েছে ।

আপনি নিজের থেকেই খুব সহজে বিষয়টি জানতে পারেন আর আপনার নগদ একাউন্টে কত টাকা রয়েছে সেটি যদি আপনি খুব সহজে জানতে পারেন এটি আপনার জন্যই ভালো ।


নগদ একাউন্ট দেখার নিয়ম একটি হলো আপনার ফোন থেকে ডায়াল কোড ব্যবহার করে অন্যটি হলো আপনার ফোনে নগদ অ্যাপস ব্যবহার করে । চলুন আমরা দুটি উপায় জেনে নেই নগদ একাউন্ট দেখার।

নগদ একাউন্ট দেখার নিয়ম Nagad dial number

প্রথমত আমরা জানবো যে কিভাবে ডায়াল কোড ব্যবহার করে আপনি নগদ একাউন্টের ব্যালেন্স চেক করবেন । প্রথমত আপনার মোবাইল থেকে ডায়াল করুন *167# ।

ডায়াল করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আপনি সাত নম্বর যেই অপশন টি রয়েছে সেই অপশনটি সিলেক্ট করবেন । 

7 নাম্বার অপশন যেখানে লেখা থাকবে My Nagad এই অপশনে যাওয়ার জন্য আপনি আপনার মোবাইল থেকে 7 প্রেস করুন।

তারপর সেখান থেকে Balance Inquiry এই অপশনে যাওয়ার জন্য আপনি আপনার মোবাইল থেকে 1 প্রেস করুন



এরপর আপনি আপনার নগদ এর পিন নাম্বার ব্যবহার করুন । পিন নাম্বারটি সঠিকভাবে দিলেই আপনি আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন।




নগদ একাউন্ট দেখার নিয়ম নগদ অ্যাপ ব্যবহার করে


কিভাবে নগদ একাউন্ট এর সব কিছুই দেখতে পাবেন অ্যাপসের মাধ্যমে? সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হল আপনাকে নগদ এর অ্যাপস আপনার মোবাইলে ইন্সটল করতে হবে ।

তার জন্য প্রথমত চলে যান গুগোল প্লেস্টরে সেখানে গিয়ে আপনি টাইপ করুন নগদ এটি লিখে সার্চ করলেই আপনি নগদ অ্যাপস পেয়ে যাবেন । এছাড়াও আমি এই লেখার নিচের দিকে আপনার নগদ এপস এর লিংক দিয়ে দেবো সেখান থেকে চাইলে সরাসরি প্লে স্টোরে যেতে পারবেন অ্যাপসটি পাবার পরে আপনি আপনার মোবাইলে ডাউনলোড করে ইন্সটল করে নিবেন । 

এরপর অ্যাপস টি ওপেন করুন অ্যাপসটি ওপেন হবার পরে আপনার সামনে টোটাল তিনটি অপশন দেখতে পাবেন । একটি হলো মোবাইল নাম্বারের অপশন আরেকটি হলো পিন এর অপশন আর শেষের দিকে যেতে থাকবে সেটি হল লগইন অপশন ।


মোবাইল নাম্বারের যে অপশন রয়েছে সেখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিন  যে নাম্বার দিয়ে নগদ একাউন্ট তৈরি করেছিলেন । এরপর পিন নাম্বারের জায়গায় আপনার নগদ একাউন্টের পিন দিয়ে দিন । এরপর লগইন অপশন এ ক্লিক করুন ক্লিক করলেই আপনার সামনে নগতের অ্যাপসের যে ইউজার ইন্টারফেস রয়েছে সেগুলি চলে আসবে ।

পর উপরের দিকে দেখতে পাবেন ব্যালেন্স জানতে ট্যাপ করুন এই অপশনটিতে আপনি যখনই ক্লিক করবেন আপনার নগদ একাউন্টে যে ব্যালেন্স রয়েছে সেটি দেখাবে । এছাড়াও বিভিন্ন ধরনের ডিজিটাল পেমেন্ট পদ্ধতি রয়েছে সেই অপশনগুলো পাবেন ।আপনি দেখে দেখে আপনার যেটি প্রয়োজন সেটি ব্যবহার করুন ।


আশাকরি নগদ একাউন্ট দেখার নিয়ম যে দুটি অপশন রয়েছে সেগুলো আমি বর্ণনা করেছি আপনাদের কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ।


Faq:

How can I transfer money from Nagad without app?

টাকা পাঠানোর নিয়ম :

নগদ টাকা পাঠানোর মেনু খুলুন।

প্রাপকের নগদ অ্যাকাউন্ট নম্বর এবং আপনি যে পরিমাণ টাকা পাঠাতে চান তা লিখুন।

রেফারেন্স হিসেবে যে কোন একটি শব্দ লিখুন।

লেনদেন নিশ্চিত করতে আপনার নগদ মোবাইল এর পিন লিখুন। টাকা পাঠানো শেষ! 

আপনি এবং প্রাপক উভয়ই নগদের কাছ থেকে একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন।


How can I check my Nagad account?

নগদ একাউন্ট দেখার জন্য ডায়াল করুন আপনার মোবাইল থেকে 
* 167 # । এরপর এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন তো আপনি সকল অপশন নিজে পড়ে তারপরে আপনার নগদ একাউন্ট এর বিস্তারিত তথ্য গুলো দেখে নিন ।





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url