বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২২ | bKash Account on Button Mobile

 বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম: বিকাশ মোবাইল ব্যাংকিং সেবা বাংলাদেশের জনপ্রিয় একটি ডিজিটাল পেমেন্ট মাধ্যম বলা যেতে পারে । অনেকেরই মনে কৌতূহলবশত আসলে বা মনে করা কারণে ভাবে যে কিভাবে বাটন মোবাইলে বিকাশ একাউন্ট তৈরি করবে।

 আপনার মনে যদি এমন প্রশ্ন থেকে থাকে তাহলে আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব । আসলে বিকাশ একাউন্ট কিভাবে তৈরি করে এবং সত্যিই কি বাটন মোবাইল দিয়ে আপনি বিকাশ একাউন্ট তৈরি করতে পারবেন কিনা তবে বিষয়টি জানার জন্য পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন ।

বিকাশ মোবাইল ব্যাংকিং সেবা যখন শুরু থেকে চালু হলো তখন আসলে একাউন্ট তৈরি করার জন্য আপনার যা যা প্রয়োজন হতো এক কপি পাসপোর্ট সাইজের ছবি একটি একটিভ সিম নাম্বার এবং আপনার ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন এর আইডি । এখনো ঠিক তাই লাগে তবে পাসপোর্ট সাইজের ছবি আর হাতে নিয়ে যাওয়া লাগে না আপনি চাইলে ঘরে বসে নিজে থেকেই বিকাশ একাউন্ট তৈরি করতে পারবেন কিভাবে করবেন পুরো বিষয়টি আমি নিচে তুলে ধরছি 

বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২২


বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম 

বাটন মোবাইল দিয়ে বিকাশ একাউন্ট তৈরি করা যাবে কিনা ? উত্তর হবে হ্যাঁ বাটন মোবাইল দিয়ে আপনি বিকাশ একাউন্ট তৈরি করতে পারবেন তবে এক্ষেত্রে আপনাকে অন্য সাহায্য নিতে হবে ।

এখানে অন্যর বলতে হয় আপনাকে আপনার নিকট যে স্বজনেরা রয়েছে তাদের কারও হাতে যদি স্মার্টফোন থেকে থাকে তাহলে সেই স্মার্টফোন দিয়ে আপনি বিকাশ একাউন্ট তৈরি করতে হবে । অথবা আপনাকে নিকটস্থ কোনো বিকাশ এজেন্টের দোকানে যেতে হবে আপনার হাতে থাকা বাটন মোবাইল নিয়ে ।


প্রথমে আসি আপনার যদি নিকট  স্বজনের  স্মার্টফোন দিয়ে  বিকাশ একাউন্ট তৈরি করতে চান তবে আপনার বাটন মোবাইল ফোনটিও কিন্তু লাগবে ।  প্রথমে সেই স্মার্টফোনে আপনি বিকাশের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপটি ডাউনলোড করুন এবং ডাউনলোড হয়ে গেলে অ্যাপ টি ওপেন করুন।  

ওপেন  হলে দেখতে পাবেন রেজিস্টার নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন । ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার চাইবে অর্থাৎ আপনার যেই বাটন মোবাইল টি রয়েছে সেই নাম্বার মোবাইলের নাম্বারটা দেবেন । দেওয়ার পরে আপনি আসলে ওই বাটন ফোনে আসলে কোন অপারেটরের সিম ব্যবহার করতেছেন আমাদের দেশে পাঁচটি টেলিকম কোম্পানি রয়েছে তো আপনি যেই সিম কোম্পানি সিম ব্যবহার করছেন সেটি সিলেক্ট করে দিবেন । দেয়ার পরে আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে ।


ওটিপি হল ওয়ান টাইম পাসওয়ার্ড তো আপনার বাটন মোবাইলে যে কোডটি চলে আসবে সেই কোডটি আপনি ওই স্মার্টফোনে বসিয়ে দিবেন।  তারপরে আপনার পরবর্তী ধাপ সেটি হলো আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডটি সাবমিট করতে হবে অর্থাৎ আইডি কার্ডের উপরের অংশ এবং পিছনের অংশ সাবমিট করতে হবে ।

সঠিক ভাবে যদি আপনি সাবমিট করতে পারেন এরপরে আপনার নিজের একটি ছবি তুলতে হবে ওই মোবাইল দিয়ে ঐ অ্যাপস এর ভিতর আপনি এই অপশন গুলো কে পেয়ে যাবেন । আপনি যদি এই কাজগুলি সঠিকভাবে করতে পারেন কিছুক্ষণ পরে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে । 

অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবার পরও আপনার যে কাজ সেটি হল আপনার ওই বাটন মোবাইল ফোন থেকে আপনি ডায়াল করবেন  *247# । এই কোডটি ডায়াল করার পর আপনাকে একটি পিন সেট করতে বলবে অর্থাৎ এটি হবে আপনার বিকাশ একাউন্টের গোপন পিন নাম্বার পিন নাম্বারটি আপনি কারো কাছে শেয়ার করবেন না ।  পিন কোড টি সেট করলে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ তৈরি হয়ে গেল।


এভাবে আপনি আপনার নিকট আত্মীয় বা নিকট স্বজনের দ্বারা আপনার বাটন মোবাইল থেকে বিকাশ একাউন্ট তৈরি করতে পারেন। 


 এবার আসুন কিভাবে আপনি এজেন্টের কাছে থেকে আপনার বিকাশ একাউন্ট তৈরি করবেন । আপনার নিকটস্থ যে বিকাশ এজেন্টের দোকান রয়েছে সেই দোকানে চলে যাবেন তবে যাওয়ার আগে অবশ্যই যেগুলি আপনার সাথে নিয়ে যাবেন সেটি হল আপনার ওই বাটন মোবাইল সেটটি এবং আপনার ভোটার আইডি কার্ড ।

এ দুটি নিয়ে আপনি চলে যাবেন বিকাশ এজেন্ট কে বলবেন যে আপনি একটি বিকাশ একাউন্ট তৈরী করতে চান । এটি বলার পর এজেন্টের যে লোক সে আপনার কাছে আপনার ঐ বাটন মোবাইল সেটটি চাইবে অর্থাৎ আপনার ওই মোবাইল সিমের নাম্বার চাইবে তো সেই নাম্বারটি আপনি দিবেন এবং বাদবাকি যে কাজগুলো সেগুলো করে দিবে । 

এজেন্ট করে দেওয়ার পর আপনার মোবাইলে থেকে ডায়াল করবেন *247# । এটি ডায়াল করার পর আপনাকে একটি পিন সেট করতে বলবে তো এই তিনটি আপনি কারো সাথে শেয়ার করবেন না । পিনটি সেট করলে স্বয়ংক্রিয়ভাবে আপনার মোবাইলে বিকাশ একাউন্ট তৈরি হয়ে যাবে ।


বাটন মোবাইল দিয়ে কিভাবে বিকাশ একাউন্ট তৈরি করবেন আমি দুটি পদ্ধতি আপনাদেরকে বলে দিলাম আপনাদের যদি ভালো লাগে সেভাবেই আপনারা বিকাশ মোবাইল ব্যাংকিং সেবা চালু করবেন আপনার বাটন মোবাইলে ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url